লাল শাহ’র মানুষ উৎসব: সব আনন্দই মানুষের

শেয়ার করুন          আমি তাঁকে ‘ভাব ফকিরের’ মতোই দেখেছি। ঘরদোর নেই, পায়ে জুতো নেই, ঘরে চাল-ডালের আভিজাত্য নেই, উশৃংখলতা নেই, অহংকার নেই। এতো নেই এর মাঝে আছে মানুষের ভালোবাসা। আছে গান, আনন্দ আর বিনয়। আছে উৎসবের মাখামাখি। মানুষ উৎসবে লাল শাহ’র এমন অপরূপ সৌন্দর্য্য দেখেছি পহেলা মার্চ রাতে। একদম মাটির মানুষ, একেবারেই মাটিতে মেশা মানুষ তিনি। কাছে গেলেই মনে হয় গা থেকে মাটির ঘ্রাণ বেরুচ্ছে। তাঁর শরীরের এমন মাটির ঘ্রাণ নিতে ভারত থেকে অর্ধ ডজন গুণি শিল্পী এসছেন তাঁর মানুষ উৎসবে। উত্তর চব্বিশ পরগনা, নদীয়া থেকে এসে আসন পেতেছেন লাল শাহ’র … Continue reading লাল শাহ’র মানুষ উৎসব: সব আনন্দই মানুষের